বোমাতঙ্কের ঘটনায় ইন্ডিগোর একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ১৮৭ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য নিয়ে কলকাতায় যাচ্ছিল প্লেনটি। পুলিশ জানিয়েছে, বোমা হামলার হুমকির কারণে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রায়পুর বিমানবন্দরে প্লেনটি জরুরি অবতরণ করেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথে ওই ফ্লাইটে হঠাৎ করেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পর নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করা প্লেনটি রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়।
পরে প্লেনটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু সময় পরে অবতরণ করে। জরুরি অবতরণের পর বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।
রায়পুর বিমানবন্দরের একটি নিরাপদ জায়গায় বিমানটি নিয়ে যাওয়ার পর যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়। তবে ওই বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি বলে জানা গেছে। উৎস: জাগোনিউজ২৪
আপনার মতামত লিখুন :