শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে হেনস্তার শিকার হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ (ভিডিও)

জিও টিভি : লন্ডনে হেনস্তার শিকার হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ; তাকে ছুরি হামলার হুমকিও দেওয়া হয়েছে। সামজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এ সংক্রান্ত একটি ভিডিও।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) এই জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ ঘটনা ও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। তারা জানিয়েছেন, মঙ্গলবার হিথ্রো বিমানবন্দরের কাছে ঘটেছে এই ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, মন্ত্রী মেট্রোরেল বা ট্রামজাতীয় কোনো একটি গণপরিবহনে চেপে কোথাও যাচ্ছেন, এস সময় হেনস্তার শিকার হন তিনি এবং ট্রেন থেকে নেমে যান। হেনস্তাকারী ও হুমকিদাতা সেই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে এ ঘটনার পর যুক্তরাজ্যের পাকিস্তান দূতাবাসকে বিশেষ নোটিশ দিয়েছে ইসলামাবাদ। সেই নোটিশে ব্রিটিশ পরিবহন পুলিশের সঙ্গে যোগাযোগ করে এ ইস্যুতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যক্তিগত সফরে লন্ডনে আছেন খাজা মুহম্মদ আসিফ। সেখানে পিএমএলএনের প্রেসিডেন্ট নওয়াজ শরিফ এবং তার মেয়ে ও পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও রয়েছেন। তাদের দু’জনের সঙ্গেই সাক্ষাতের সূচি রয়েছে তার।

খাজা আসিফকে হেনস্তার তীব্র নিন্দা জানিয়েছেন নওয়াজ শরিফ। এক বার্তায় তিনি বলেছেন, এ ঘটনাটি তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন তিনি। পাশাপাশি আসিফের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

“আসিফ আমাদের দলের একজন সাহসী ও দৃঢ় মানসিকতার যোদ্ধা। এ পর্যন্ত যত প্রতিবন্ধকতা তার সামনে এসেছে, প্রতিটিই তিনি সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন” বার্তায় বলেন নওয়াজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়