শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামে সৌভ্রাতৃত্ব আছে, সেখানে উঁচু - নীচ, জাতিভেদ নেই: শমীক ভট্টাচার্য

হিন্দুস্তান টাইমস: সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইসলামকে ‘সৌভ্রাতৃত্বের ধর্ম’ বলে উল্লেখ করলেন রাজ্য থেকে রাজ্যসভায় একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

মুসলিমরা বিজেপিকে ভোট দেন না বলে যখন প্রতিদিন অভিযোগ করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন ইসলামের প্রশংসা শোনা গেল তাঁরই দলের রাজ্যসভার সাংসদের মুখে। সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইসলামকে ‘সৌভ্রাতৃত্বের ধর্ম’ বলে উল্লেখ করলেন রাজ্য থেকে রাজ্যসভায় একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির মুখপাত্র হিসাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কমিশনে অভিযোগ জানানো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন তিনি।

এদিন শমীকবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেস পুরো দলটা একটা নির্দিষ্ট স্নায়ুরোগে ভুগছে। যার নাম হচ্ছে SAD. শুভেন্দু অধিকারী সিনড্রোম। নির্বাচন এসেছে, আবার সেই রোগটা বেড়ে উঠেছে। হেট স্পিচের কথা বলছে তৃণমূল কংগ্রেস? হুমায়ুঁ কবির যে কথা বলেছিল সেটা হেট স্পিচ ছিল না? যে বক্তব্য ফিরহাদ হাকিম রেখেছেন একটি সভায়, যে আমরা সবাই দুর্ভাগা, সেটা কোন স্পিচের আওতায় পড়ে? প্রত্যেকটা সভায় যারা ৬ ডিসেম্বরের বস্তাপঁচা গল্পকে সামনে নিয়ে আসেন সেটা কোন ধর্মীয় মেরুকরণ?’

এর পরই ইসলামের প্রশংসা শোনা যায় বিজেপি নেতার মুখে। তিনি বলেন, ‘যারা ইসলামের অবস্থানের সম্পূর্ণ বিরোধী ও তাদের দাবির বিরোধী। ইসলাম হল রিলিজিয়ন অফ ব্রাদারহুড। সেখানে সৌভ্রাতৃত্ব আছে। উচ্চ নীচ নেই। সেখানে জাতিভেদ নেই। সেখানে যারা সংপক্ষণের রাজনীতি করেন সেটা কোন মেরুকরণের মধ্যে পড়ে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়