শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ১০:২৯ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরাইলি গণহত্যায় নিহতদের ৭০ শতাংশ নারী ও শিশু: জাতিসংঘ

পার্সটুডে: নিহত সবচেয়ে কম বয়সি শিশুর বয়স ১ দিন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা অভিযানে নিহতদের শতকরা প্রায় ৭০ ভাগ নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর)।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়ে গাজায় নিহতদের ওপর তৈরি করা ৩২ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শতকরা প্রায় ৮০ ভাগ হতভাগ্য ব্যক্তি নিহত হয়েছেন ইসরাইলি হামলায় আবাসিক ভবনগুলো চাপা পড়ে। এদের মধ্যে শতকরা ৪৪ ভাগ শিশু ও ২৬ ভাগ নারী। গাজায় নিশ্চিতভাবে নিহত শিশুদের বেশিরভাগের বয়স পাঁচ থেকে নয় বছর বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

জাতিসংঘের পর্যবেক্ষরা গাজায় সবচেয়ে কম বয়সি যে শিশুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বয়স ছিল মাত্র এক দিন। এছাড়া, সবচেয়ে বয়স্ক নিহত ব্যক্তি ছিলেন ৯৭ বছর বয়সি একজন নারী।

গতকাল (শুক্রবার) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে ওএইচসিএইচআর জানিয়েছে, এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের একটি পদ্ধিতগত উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই বিষয়ে যথাযথ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।  তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের বিষয়ে একটি ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। সেইসঙ্গে, এই সময়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়