শিরোনাম
◈ নিজেদের মাঠে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো অস্ট্রেলিয়া ◈ পিনাকী ভট্টাচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ ◈ দেশবাসীর প্রতি মাওলানা মিজানুর রহমান আজহারির আহ্বান ◈ অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতায় তিন মাস ◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নানা মন্তব্য ◈ অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান ◈ ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ : তারেক রহমানের বিবৃতি ◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাত-ই-ইসলামির সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী, সিপিএম নেতার অভিযোগ

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জামাত-ই-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন বলে অভিযোগ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন।তার অভিযোগ, ওয়ানড়ে জামাত-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা।

ওয়ানড় উপনির্বাচনের প্রচারের সময় সোশাল মিডিয়া পোস্টে বিজয়ন লিখেছেন, ‘ওয়ানড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামাত সমর্থিত প্রার্থী হিসাবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামাত মৌলবাদী সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নেই।” 

বিজয়নের দাবি, ওয়ানড়ের উপনির্বাচন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে।

রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা। প্রায় ৩ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই প্রিয়াঙ্কার প্রথম। যে ওয়ানড় কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেটা কংগ্রেসের জন্য নিরাপদ আসন বলেই মনে করা হয়। এই অঞ্চলের একটা বড় অংশের বাসিন্দা মুসলিম। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কেরালায় সংখ্যালঘু ভোটাররা কংগ্রেসের পাশেই থাকেন। সে রাজ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সঙ্গে জোটও রয়েছে। এবার জামাতের রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টিও প্রিয়াঙ্কাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজয়নের দাবি, ‘জামাত যে মৌলবাদী সেটা দিনের আলোর মতোই স্পষ্ট। ওরা গণতন্ত্রে বিশ্বাস রাখে না। এই ওয়েলফেয়ার পার্টি আসলে আইওয়াশ ছাড়া কিছুই নয়। উল্লেখ্য, ওয়ানড়ে প্রিয়াঙ্কার প্রধান প্রতিপক্ষ বামেরাই। ওই কেন্দ্রে এবার বিজেপি সিপিএমকে পিছনে ফেলে প্রিয়াঙ্কার মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসার চেষ্টা করছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়