শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাত-ই-ইসলামির সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী, সিপিএম নেতার অভিযোগ

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জামাত-ই-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন বলে অভিযোগ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন।তার অভিযোগ, ওয়ানড়ে জামাত-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা।

ওয়ানড় উপনির্বাচনের প্রচারের সময় সোশাল মিডিয়া পোস্টে বিজয়ন লিখেছেন, ‘ওয়ানড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামাত সমর্থিত প্রার্থী হিসাবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামাত মৌলবাদী সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নেই।” 

বিজয়নের দাবি, ওয়ানড়ের উপনির্বাচন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে।

রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা। প্রায় ৩ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই প্রিয়াঙ্কার প্রথম। যে ওয়ানড় কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেটা কংগ্রেসের জন্য নিরাপদ আসন বলেই মনে করা হয়। এই অঞ্চলের একটা বড় অংশের বাসিন্দা মুসলিম। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কেরালায় সংখ্যালঘু ভোটাররা কংগ্রেসের পাশেই থাকেন। সে রাজ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সঙ্গে জোটও রয়েছে। এবার জামাতের রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টিও প্রিয়াঙ্কাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজয়নের দাবি, ‘জামাত যে মৌলবাদী সেটা দিনের আলোর মতোই স্পষ্ট। ওরা গণতন্ত্রে বিশ্বাস রাখে না। এই ওয়েলফেয়ার পার্টি আসলে আইওয়াশ ছাড়া কিছুই নয়। উল্লেখ্য, ওয়ানড়ে প্রিয়াঙ্কার প্রধান প্রতিপক্ষ বামেরাই। ওই কেন্দ্রে এবার বিজেপি সিপিএমকে পিছনে ফেলে প্রিয়াঙ্কার মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসার চেষ্টা করছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়