হিন্দুস্থান টাইমস প্রতিবেদন: গত বছর আমেরিকায় প্রতি ঘণ্টায় ১০ জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে প্রবেশেরও অভিযোগ ছিল। হিন্দুস্থান টাইমস বলছে, সম্প্রতি, মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) বিভাগ এমনটাই জানিয়েছে। সিবিপি-র ডেটা অনুসারে, জীবনের ঝুঁকি নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে চাওয়া ভারতীয়দের সংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি।
অবৈধ অনুপ্রবেশের ডেটা কী বলছে
এই ডেটা অনুযায়ী, গত বছর অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে চাওয়ার অভিযোগে ২৯ লাখ মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯০,৪১৫ জনই ভারতীয়। এই ভারতীয়দের মধ্যে আমেরিকা-কানাডা সীমান্ত থেকে ৪৩,৭৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় এজেন্সিগুলির মতে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন যে ভারতীয়রা, তাদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি গুজরাটের বাসিন্দা। তবে, গত বছরের তুলনায় এ বছর মেক্সিকো হয়ে ধরা পড়া মানুষের সংখ্যা কমেছে। কারণ ২০২২-২৩ সালে, ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয়কে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য গ্রেফতার করা হয়েছিল। ২০২৫ সালে সংখ্যাটি ২৫,৬১৬-এ নেমে আসে।
এদিকে, কানাডার তরফে প্রকাশিত বর্ডার ক্রসিং ডেটা দেখায় যে ভারতীয়রা এখন মেক্সিকোর ডাঙ্কি রুটের পরিবর্তে কানাডার দিকে বেশি যাচ্ছেন। মানুষ দু’ টি প্রধান কারণে মেক্সিকো হয়ে এই পথ ব্যবহার বন্ধ করে দিয়েছে। প্রথমত, মেক্সিকো যাওয়ার আগে তাদের প্রায়ই দুবাই বা তুরস্কে কিছুক্ষণ রাখা হয়। সেখানে হয় সময় নষ্ট। দ্বিতীয়ত, মেক্সিকো সীমান্তে ব্যাপক নজরদারি বাড়িয়েছে আমেরিকা। একই সময়ে, গুজরাটিদের জন্য মেক্সিকোর তুলনায় কানাডা থেকে সীমান্ত অতিক্রম করা বেশি সহজ।
ডাঙ্কি রুটের খরচ ৫০ থেকে ৭০ লাখ
প্রতিবেদনে বলা হয়েছে, ডাঙ্কি রুট ধরে ভারত থেকে আমেরিকায় পৌঁছোতে গড় খরচ হয় ২০ থেকে ৫০ লাখ টাকা। এই কাজ যে এজেন্টরা করেন, তারাই আসলে মানুষকে এই বলে লোভ দেখান যে তারা যত বেশি টাকা দেবেন, ততই কম সমস্যায় পড়তে হবে। তাই সেই কারণেই, সমস্যা এড়ানোর তাগিদে কখনও কখনও ডাঙ্কি রুট ধরে ভারত থেকে আমেরিকায় ব্যয় ৭০ লাখ টাকা পর্যন্তও পৌঁছে যায়।