শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প অভিবাসীদের "ময়লার পাত্র " সঙ্গে তুলনা করলেন

প্রেসিডেন্ট নির্বাচনের শেষ পর্বের প্রচারে ফের একবার আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে 'গোটা বিশ্বের ময়লার পাত্র' বলে অভিহিত করেন তিনি। অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, 'আমরা একটি আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছি। বাকি বিশ্বের জন্য আমরা একটি আবর্জনার পাত্রের মতো'। 

খানে 'আবর্জনা' শব্দের মাধ্যমে অভিবাসীদের প্রতি ইঙ্গিত করেন এই রিপাবলিকান প্রার্থী।  কট্টর অভিবাসীবিরোধী অবস্থান দীর্ঘদিন ধরেই ট্রাম্পের নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একই সঙ্গে জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করতে গিয়ে এবং নিজের প্রতিপক্ষ, ডেমোক্র্যাট প্রার্থী তথা দেশের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প আরও বলেছেন যে, ‘‘আমেরিকা আসলে অনেকের কাছেই আবর্জনা ফেলার একটা জায়গা মাত্র।’’

অভিবাসী প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, 'প্রতিবার মঞ্চে উঠে যখন বলার চেষ্টা করি তারা (অভিবাসীরা) আমাদের এই দেশের কী হাল করেছে,  আমি ক্ষেপে যাই। কিন্তু এবারই প্রথম "ময়লার পাত্র " কথাটা বললাম। (আমার মতে) এটা খুবই নিখুঁত বিবরণ'। এর আগে অশ্বেতাঙ্গ অভিবাসীদের নিয়ে ট্রাম্পের মন্তব্যকে 'বর্ণবাদী' বলে আখ্যা দিয়েছে ডেমোক্র্যাটিক শিবির।

ট্রাম্প বলেছেন, ‘‘কমালা হ্যারিস আসলে সেই সব অপরাধী-মনস্ক অভিবাসীদের জন্য আমেরিকায় প্রবেশের দরজা খুলে দিয়েছেন, বিশ্বের নানা প্রান্তের কারাগার এবং মানসিক পুনর্বাসন কেন্দ্র থেকে যারা ছাড়া পেয়েছে।’

সিএনএন মোতাবেক, ২০১৬ সালের নির্বাচন থেকেই অভিবাসীদের বর্ণনা দিতে চরম অবমাননাকর ভাষা ব্যবহার করে আসছেন ট্রাম্প। এবারের নির্বাচনী প্রচারে অভিবাসীদের 'পশু', 'সন্ত্রাসী', 'অপরাধী', 'গ্যাং সদস্য' বলেও অভিহিত করেছেন তিনি। অভিবাসীরা মার্কিন জীবনধারাকে ধ্বংস করে দিচ্ছে, এমনটাই দাবি করে এসেছেন ট্রাম্প।  মন্তব্য শুনে  ক্ষুব্ধ নেটিজেনদের অনেকেই বলছেন, ‘‘ট্রাম্প আসলে আমেরিকাকে কোনও দিন ভালবাসতে পারেননি। তাই অভিবাসীদের এ ভাবে আবর্জনা বলে তিনি দূরে সরিয়ে রাখতে চান বরাবর।’’

এর আগে হেটি থেকে আসা অভিবাসীদের আক্রমণ করতে গিয়ে তাদের ‘খারাপ জিন’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়