শিরোনাম
◈ মধ্যরাতে পঞ্চগড় এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা ◈ ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে? ◈ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ (ভিডিও) ◈ ২৪ কোটি ডলার রিজার্ভ বেড়েছে এক মাসে  ◈ সমন্বয়কের ভুয়া পরিচয়ে স্বর্ণালংকার-টাকা লুট, আটক ২ ◈ সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের অপসারণের তালিকা নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার ◈ এসবি-পিবিআই-শিল্পাঞ্চলে পুলিশে প্রধান হলেন যারা ◈ সরকারি চাকরিতে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যুক্ত হতে পারবে না ◈ তুরস্কের রাজধানী আঙ্কারায় সশস্ত্র হামলায় নিহত ৫ ◈ ঘূর্ণিঝড় "দানা'' বাংলাদেশে আঘাত হানার আশংকা নেই

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ১২:২৮ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় সশস্ত্র হামলায় নিহত ৫

তুরস্কের রাজধানী আঙ্কারায় টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ(টিইউএসএএস)-এ সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ২২ জন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, টিইউএসএএস থেকে বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া গেছে। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। দুইজন আক্রমণকারী নিহত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘আমি এই জঘন্য আক্রমণের নিন্দা করি।

টিইউএসএএস কারখানায় যুদ্ধবিমান ও ড্রোন তৈরি হয়। মার্কিন যুদ্ধবিমান এফ১৬ তৈরির লাইসেন্সও তাদের কাছে আছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, আক্রমণকারীরা প্রথমে বিস্ফোরণ ঘটায়, তারপর গুলি চালাতে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বেআইনি সংগঠন কুর্দিশ ওয়ার্কার্স পার্টি(পিকেকে) সম্ভবত এই কাজ করেছে। আক্রমণকারীদের চিহ্নিত করার কাজ চলছে। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। শীঘ্রই আমরা বলতে পারব, কোন সংগঠন এই কাজ করেছে। কিন্তু যেভাবে এই আক্রমণ হয়েছে, তাতে মনে হচ্ছে, এটা পিকেকে-র কাজ।’

হামলার জবাবে সিরিয়া ও ইরাকে কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আগেও পিকেকে দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি দেয়া হয়েছে। তা সত্ত্বেও তাদের হুঁশ হয়নি। শেষ সন্ত্রাসীকে নিকেশ করা পর্যন্ত আমরা তাদের পিছু ছাড়ব না।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় মোট ৩২টি টার্গেটে বিমান হামলা করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়