শিরোনাম
◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও) ◈ গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছেন, ভুগছেন অবসাদে: সিএনএন-এর প্রতিবেদন ◈ বদলে গেল ট্রাস্ট ব্যাংকের নাম ◈ ২৫২ জন এসআইকে অব্যাহতি, ২০ বছর পর হলেও চাকরি ফেরত পাবেন তারা : আশরাফুল খোকন ◈ হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকালো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ◈ শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক : নজরুল ইসলাম খান ◈ যে কারণে ২৫২ এসআইকে অব্যাহতি দেয়া হল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ রাষ্ট্রপতির পদত‍্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনকারীরা (ভিডিও) ◈ সাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪, ১২:০৩ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলজেরিয়ায় ইসরাইলের সাথে যুক্ত সৌদি আরবের টিভি চ্যানেলের কার্যকলাপ নিষিদ্ধ

পার্সটুডে- গণমাধ্যমের নীতিমালা না মানায় এবং বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচারের কারণে আলজেরিয়ায় সৌদি আরবের টিভি চ্যানেল আল আরাবিয়ার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আলজেরিয়া কর্তৃপক্ষ এবং দেশটির যোগাযোগ মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরাইলের সাথে যুক্ত এই টিভি চ্যানেলের কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পার্সটুডের দেয়া তথ্য অনুযায়ী, আলজেরিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, যে সৌদি আরবের আল-আরাবিয়া চ্যানেল গত এক বছরে গাজা ও লেবাননের যুদ্ধের খবরা খবরকে এমনভাবে প্রচারের চেষ্টা চালিয়েছে যার লক্ষ্য ফিলিস্তিনি ও লেবাননের মনোবল দুর্বল করা।

সৌদি এমবিসি টিভি চ্যানেলও সম্প্রতি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন "হামাস" এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের জন্য অপমানজনক ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেছে। তারা প্রতিরোধ আন্দোলনের শহীদ নেতাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে।

সৌদি এমবিসি টিভি চ্যানেলের অপমানজনক এই প্রচারণার প্রতিক্রিয়ায়, ইরাকি বিক্ষুব্ধ জনতা বাগদাদে ওই টিভি চ্যানেলের অফিসে আগুন ধরিয়ে দেয় এবং এর সরঞ্জাম ধ্বংস করে।

ইরাক সরকারও সেদেশে এই সৌদি চ্যানেলের কার্যকলাপের লাইসেন্সও বাতিল করেছে।

সৌদি আরবের আল-আরাবিয়া এবং আল-হাদাথ টিভি চ্যানেল, বহুবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্রসহ তাদের সামরিক কর্মকর্তাদের একচেটিয়া সাক্ষাৎকার নিয়েছে। এভাবে তারা প্রতিরোধ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে  কৌশলে প্রতিরোধ শক্তির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়েছে।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ার গত বুধবার ১৬ অক্টোবর গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরে ইসরাইলি সেনাদের সাথে লড়াই করার সময় শহীদ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়