শিরোনাম
◈ আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি : মুজিবুল হক চুন্নু ◈ পরামর্শ ইতিবাচকভাবে নিয়েছে সরকার: বৈঠক শেষে গণফোরাম ◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের জঙ্গি তালিকায় এবার কানাডার পুলিশ কর্মকর্তার নাম

হরদীপ সিং নিজার হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে বড় ফাটল ধরেছে। এই ইস্যুতে ভারত সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কানাডার জাস্টিন ট্রুডোর সরকার। এবার তার পাল্টা জবাব হিসেবে শিখ সন্ত্রাসবাদীদের তালিকায় কানাডা সরকারের এক কর্মকর্তার নাম যুক্ত করে তাকে প্রত্যর্পণের দাবি জানালো দিল্লি।

সূত্রের খবর, কানাডিয়ান বর্ডার পুলিশের আধিকারিক সন্দীপ সিং সিধুকে পলাতক জঙ্গিদের তালিকায় যুক্ত করেছে ভারত। সিধু নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের সদস্য বলে দাবি করা হয়েছে। পাঞ্জাবে সন্ত্রাসবাদের প্রসারে এই সংগঠন কাজ করে চলেছে।

ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, সিধুর সঙ্গে পাকিস্তানের বাসিন্দা খালিস্তানি নেতা লখবীর সিং এবং কয়েকজন আইএসআই কর্তার যোগাযোগ আছে। এরাই ২০২০ সালে খালিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে শৌর্যচক্র পাওয়া সেনা অফিসার বলবিন্দর সিং সাঁধুকে হত্যা করেছিল। সেই সন্দীপকে সুপারিন্টেন্ডেন্ট পদে প্রোমোশন দিয়েছে কানাডার জাস্টিন ট্রুডো সরকার।

প্রসঙ্গত, কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ড ইস্যুতে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই ইস্যুতে প্রথম থেকেই ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। যদিও নিজার হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সরকারের যুক্ত থাকার অভিযোগ প্রথম থেকেই খারিজ করে এসেছে দিল্লি।

এর মধ্যেই রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সে দেশে নিহত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজার খুনে জড়িত বলে ভারতের হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মাসহ কয়েকজন কূটনীতিকের নাম ঘোষণা করে। তারই জবাবে ভারত এবার সন্দীপ সিংকে প্রত্যর্পণের দাবি জানাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়