আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুলিশের মুখপাত্র জানান, কানো শহরে কাছাকাছি মাহিয়া এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর তা বিস্ফোরিত হলে প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের অনেকে জ্বালানি চুরি করতে ছুটে আসে। এ কারণে বিস্ফোরণে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে।
পুলিশ মুখপাত্র লন অ্যাডাম বলেন, ‘বাসিন্দারা দুর্ঘটনায় পড়া ট্যাংকার থেকে তেল চুরি করতে ব্যস্ত ছিলেন। এমন সময় বিস্ফোরণ হলে সবার গায়ে আগুন লেগে যায়। ৯৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এর আগে গত মাসে একটি গবাদিবোঝাই ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে সৃষ্ট বিস্ফোরণে ৪৮ জন নিহত হয়েছিলেন।