শিরোনাম
◈ চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল শুনানি ৩০ এপ্রিল ◈ রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়; এটি একটি বহুমাত্রিক সংকট: ড. ইউনূস ◈ চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০ ◈ কুয়েট শিক্ষক সমিতি একপক্ষের চাপে ভিসির পদত্যাগ মেনে নেবে না ◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ১০:৫৩ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খরায় নামিবিয়ায় দুর্ভিক্ষ, হাতি, জলহস্তী, জেব্রা মেরে খাদ্যসঙ্কট মেটানোর সিদ্ধান্ত!

আনন্দবাজার : মাংসের জন্য ৩০টি জলহস্তী, ৬০টি মহিষ (কেপ বাফেলো), ৫০টি ইম্পালা, ১০০টি ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০টি জেব্রা, ৮৩টি হাতি এবং ১০০টি ইল্যান্ড মারার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার দেশ নামিবিয়া।

দীর্ঘ অনাবৃষ্টির জেরে খরার মুখে আফ্রিকার দক্ষিণ অঞ্চলের দেশ নামিবিয়া। জলের অভাবে চাষাবাদ না হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্যসঙ্কট। এই পরিস্থিতিতে বন্যপ্রাণী মেরে খাদ্যসঙ্কট মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

নামিবিয়া সরকারের বন ও পরিবেশ দফতরের একটি প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, অনাহারক্লিষ্ট, ক্ষুধার্ত মানুষের জন্য প্রোটিন খাদ্যের ব্যবস্থা করতে হাতি, জলহস্তী, বুনো মহিষ, জেব্রা ও বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপ-সহ ৭২৩টি বন্যপ্রাণী শিকার করা হবে। এ জন্য পেশাদার শিকারি এবং গাইডদের নিয়োগ করেছে সরকার।

আমেরিকার সংবাদপত্র ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানাচ্ছে, মাংসের জন্য ৩০টি জলহস্তী, ৬০টি মহিষ (কেপ বাফেলো), ৫০টি ইম্পালা, ১০০টি ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০টি জেব্রা, ৮৩টি হাতি এবং ১০০টি ইল্যান্ড মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শিকারপর্ব শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, নামিবিয়ার খরা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। সেখানকার শিশুদের অধিকাংশই ‘চরম অপুষ্টির শিকার’ বলে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে জানানো হয়েছে। চলতি এক দশকে এই নিয়ে তৃতীয় বার খরা পরিস্থিতির মুখোমুখি হল নামিবিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়