শিরোনাম
◈ চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল শুনানি ৩০ এপ্রিল ◈ রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়; এটি একটি বহুমাত্রিক সংকট: ড. ইউনূস ◈ চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০ ◈ কুয়েট শিক্ষক সমিতি একপক্ষের চাপে ভিসির পদত্যাগ মেনে নেবে না ◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৪৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে নববীতে যেভাবে প্রবেশ করলেন ইসরায়েলি ইহুদি

মুসলিম ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে প্রবেশ করে হইচই ফেলে দিয়েছেন এক ইসরায়েলি ইহুদি। তিনি শুধু মসজিদে নববীতে প্রবেশই করেননি, সেখানকার দৃশ্যও ধারণ করেছেন।

এ নিয়ে পরে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান বেন জিওন নামের ওই ব্যক্তি। তার দাবি, একজন অতিথি হিসেবে মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন তিনি।

জিওন ইসরায়েলি ইহুদি হলেও তার জন্ম রাশিয়াতে। এর আগেও তিনি মুসলিমদের পবিত্র বিভিন্ন স্থানে ঘুরেছেন। এমন বেশভূষায় তিনি এসব স্থানে গিয়েছেন, তাকে দেখে বোঝার উপায়ই নেই যে, তিনি একজন ইহুদি। জিওন জানান, তিনি ইরান, লেবানন, জর্ডান ও সৌদি আরবের বিভিন্ন মসজিদে গিয়েছেন। তবে অমুসলিম এই ব্যক্তির মসজিদে নববীতে ঘুরতে যাওয়ার পর এ নিয়ে রীতিমতো হইচই পড়েছে।

মসজিদে নববী ঘুরে যাওয়ার পর ভেতরকার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেন জিওন। এরপর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে জিওনের দাবি, তার উদ্দেশ্য খারাপ নয়। তিনি সৌদি আরবে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ইসরায়েলি ইহুদি জিওনের তিনটি পাসপোর্ট রয়েছে। এর মধ্যে একটি রাশিয়ান, অন্যটি ইসরায়েলি। তবে তৃতীয়টি কোন দেশের তা প্রকাশ করেননি জিওন।

টাইমস অব ইসরায়েল জানায়, ২০১৪ সালে ইসরায়েলের নাগরিকত্ব নেন জিওন। তিনি ইসরায়েলি এই সংবাদমাধ্যমকে জানান, মুসলিম দেশ ভ্রমণ করা তার কাছে একটি শখের মতো। অন্য সংস্কৃতি এবং ধর্ম বিশ্বাসের মানুষের মধ্যে সম্মানের বার্তা পৌঁছে দিতে চান বলেও জানান জিওন। আরবরা ইসরায়েল ও ইহুদিদের ভালোবাসে বলেও দাবি করেছেন তিনি।

২০১৭ সালে মসজিদে নববী ঘুরে যান জিওন। এরপর এ নিয়ে রাশিয়ার একটি টিভিকে সাক্ষাৎকার দেন তিনি। জিওন বলেন, কৌতূহলী একজন ব্যক্তি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। তবে কাউকেই চটানোর উদ্দেশ্য ছিল না তার। ইহুদি এই ব্যক্তি আরও দাবি করেন, আরব ও ইহুদিরা ভাই। তাদের পূর্বপুরুষও একই। যদিও তাদের ঐতিহ্য ও ধর্ম ভিন্ন। কিন্তু তারা সবাই এক আল্লাহর ইবাদত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়