শিরোনাম
◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ◈ ৪ স্ত্রী ও দুই গার্লফ্রেন্ডের টাকায় চলে সংসার, খুঁজছেন নতুন স্ত্রী ! ◈ রোনালদোর গোলে আল নাসরের নাটকীয় জয় ◈ ঝিনাইদহে পিকআপভ্যানের চাপায় নারী নিহত ◈ আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল (ভিডিও) ◈ আমার কাছে বিশ্বকাপ খেলা মুখ্য নয়, ক্যারিয়ারের বাকি সময়টা উপভোগ করতে চাই: মেসি ◈ অভিনেত্রী তামান্না ভাটিয়াকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ◈ ‘এলিয়েনরা সত্যিই আছে’, নাসার ফিল্ম নির্মাতা সাইমন হল‌্যান্ডের দাবি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসযন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। বুধবার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মানহানির মামলায় আদালতে হাজিরা দিতে পারবেন না গণমাধ্যমে এমন খবর আসার পর পরই তার অসুস্থহার খবর প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ৯৯ বছর বয়সী মাহাথির। তিনি এর আগেও বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এজন্য তার বাইপাস সার্জারিও করা হয়েছে। সম্প্রতি বছরগুলোতে তিনি নিজ বাড়ি এবং হাসপাতালে যাওয়া-আসার মধ্যে ছিলেন। সর্বশেষ জুলাই মাসে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

বর্তমান উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার বুধবার আদালতে উপস্থিত থাকার কথা ছিল মাহাথিরের। কিন্তু স্থানীয় মিডিয়া জানিয়েছে, তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করায় আজকের শুনানি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। মাহাথিরের একজন সহযোগী রয়টার্সকে জানিয়েছেন, শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির। তিনি ২৫ অক্টোবর পর্যন্ত চিকিৎসা ছুটিতে থাকবেন।

মাহাথির ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিরোধী জোটকে একটি ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেওয়ার পর ২০১৮ সালে ফের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেন মাহাথির। কিন্তু দলীয় দ্বন্দ্বের কারণে তার সরকার দুই বছরও ক্ষমতায় থাকতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়