শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ১০:২৭ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনে ইসরাইলের ৪ সেনা নিহত, আহত ১০০ 

পারসটুডে: ইহুদিবাদী ইসরাইলের বন্দরনগরী হাইফার দক্ষিণে বিনইয়ামিন সামরিক ঘাঁটিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত চার দখলদার সেনা নিহত ও বহু সেনা আহত হয়েছে। 

গতকাল রাতে দখলদার সেনাদের ওই ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায়। গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, ইসরাইলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের একটি ট্রেনিং ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোনগুলো আঘাত হানে।

ইসরাইলের ন্যাশনাল ইমারজেন্সি মেডিকেল সার্ভিস জানিয়েছে, হামলায় অন্তত চার সেনা নিহত এবং ৬১ জন আহত হয়েছে। তবে নিরপেক্ষ গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, হামলায় অন্তত ১০০ ইসরাইলি সেনা আহত হয়েছে যার মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। যুদ্ধের জন্য প্রশিক্ষিত গোলানি ব্রিগেড ইসরাইলি সেনাবাহিনীর পাঁচটি পদাতিক ব্রিগেডের একটি।

এই হামলার বাইরেও ইসরাইলের আরো কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহ গতকাল ড্রোন ও রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরমধ্যে গোলানি ব্রিগেডের একটি পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র রয়েছে যেটি হাইফা নগরীর দক্ষিণে অবস্থিত। 

এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে মোতায়েন সেনাদের ওপর গতকাল আকস্মিকভাবে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে এবং মেশিনগান দিয়ে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এরপর ওই এলাকা থেকে ইহুদিবাদীরা সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়