শিরোনাম
◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০১:৪৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে ইসরায়েলে 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টায় যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী ব্যবস্থা পাঠাবে এবং সেই ব্যবস্থা পরিচালনার জন্য সেনাও পাঠাবে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টায় যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলের সুরক্ষায় এই ব্যবস্থা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার রোববার বলেন, টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সহায়ক হবে।

রাইডার এক বিবৃতিতে বলেন, “সম্প্রতি কয়েকমাসে ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়াদের হামলা থেকে আমেরিকান এবং ইসরায়েলিদের প্রতিরক্ষার্থে সহায়ক ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে বড় ধরনের রদবদল ঘটিয়েছে তার অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ওদিকে, ইরানের পররাষ্ট্রেমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, “যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলের মাটিতে মার্কিন সেনা মোতায়েন করে তাদের জীবন ঝুঁকিতে ফেলছে।”

আরাকচি এক্সে এক পোস্টে লিখেছেন, “সম্প্রতি কয়েকদিনে আমরা আমাদের এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছি। তবে আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি যে, আমাদের জনগণ এবং স্বার্থ রক্ষায়র ক্ষেত্রে আমাদের কোনও সীমারেখা নেই।” উৎস: বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়