শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪, ১০:১৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে: মোহন ভাগবত

বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, বাংলাদেশে এই বয়ানও প্রচার করা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য তাদের পাকিস্তানের সঙ্গে হাত মেলানো উচিত।

শনিবার মহারাষ্ট্রের নাগপুর শহরে অনুষ্ঠিত বার্ষিক বিজয়া দশমীর র‍্যালিতে দেওয়া ভাষণে এ কথা বলেন মোহন ভাগবত। তাঁর ভাষ্যমতে, বিগত কয়েক বছরে ভারত আরও শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির সম্মান বেড়েছে। তবে একই সঙ্গে চতুর্দিক থেকে ভারতকে অস্থিতিশীল করার প্রয়াস বাড়ছে।

আরএসএস প্রধান বলেন, প্রতিবেশী বাংলাদেশে এমন একটি বয়ান প্রচার করা হচ্ছে, যেখানে ভারতকে দেশটির জন্য একটি হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে। ওই বয়ানে আরও বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে। এ জন্য দেশটিতে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো উচিত।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে মোহন ভাগবত বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা বিপদ ঘাড়ে নিয়ে ঘুরছেন। নিজেদের রক্ষার জন্য দেশটির হিন্দুরা এখন এগিয়ে এসেছেন। যারা মানবতা ও সম্প্রীতির পক্ষে তাদের, বিশেষ করে ভারত সরকার এবং বিশ্বের সব প্রান্তের হিন্দুদের সহায়তার প্রয়োজন পড়বে তাঁদের।

মোহন ভাগবত আরও বলেন, এ কারণেই বাংলাদেশের ভারতে অনুপ্রবেশ এবং এ কারণে ভারতের জনসংখ্যায় যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তা সাধারণ মানুষের (ভারতের) কাছেও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়