শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিডিও ধারণ করে ফিরে এলো হিজবুল্লাহর ড্রোন

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নতুন করে ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বেশ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। হুপো নামে খুবই উন্নতমানের একটি বিশেষ ড্রোন ব্যবহারের মাধ্যমে ইসরাইলের অতি স্পর্শকাতর স্থাপনার এসব ফুটেজ সংগ্রহ করেছে হিজবুল্লাহ আন্দোলন।

এর মধ্যে রয়েছে হাইফা-কারমেল এলাকা যেটি তেল আবিবের প্রতিরক্ষার ক্ষেত্রে সবার সামনের সারিতে রয়েছে। ওই এলাকায় ইসরাইলের বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে যার মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, পর্যটন ও বৈজ্ঞানিক স্থাপনা।

হাইফার দক্ষিণে রামাত ডেভিড বিমানঘাঁটি এবং মিশার ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন অভিযান চালিয়েছে। এসব ঘাঁটি ইসরাইলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সাথে যুদ্ধ মন্ত্রণালয়ের যোগাযোগের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।

এছাড়া হাইফা এলাকা ও তার আশপাশের নিরাপত্তা প্রদানকারী হাকারমেল বিমান প্রতিরক্ষা ঘাঁটি, জীভ ঘাঁটি, রিজার্ভ এয়ার ডিফেন্স বেইজ এবং স্টেলা মারিস ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে ডেভিড সিলিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি এবং বহু স্তরের রাডার সিস্টেম রয়েছে। 

হিজবুল্লাহর ড্রোন আরো যেসব শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করেছে তার ভেতরে রয়েছে নাহারিয়া, আফুলা, সাফেদ এবং কিরয়াত শামোনা। অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ কিছু স্থাপনারও ভিডিও রেকর্ড করেছে ওই ড্রোন। 

ইসরাইল-বিরোধী অভিযানে এসব ফুটেজ হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়