শিরোনাম
◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান রক্তক্ষয়ী আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সতর্ক করেছেন। 

গতকাল (বুধবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।” আব্বাস আরাকচি একথার মধ্যদিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যার দিকে ইঙ্গিত করেন। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত গাজা উপত্যকায় প্রায় ৪২ হাজার মানুষ শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সম্প্রতি ইসরাইলের দখলদার সেনারা গাজার আগ্রাসনকে লেবাননে ছড়িয়ে দিয়েছে এবং সেখানেও কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। 

আব্বাস আরাকাচি বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে যে চ্যালেঞ্জিং সময় পার করছে তা থেকে উত্তরণের জন্য দূরদর্শিতা, গভীর জ্ঞান, সাহস এবং সহযোগিতা প্রয়োজন। 

বৈঠক থেকে বের হয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিন সালমানের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক করেন আব্বাস আরাকচি। তিনি সেখানে বলেন, “ভৌগোলিক নৈকট্যের কারণে দুই দেশ সবসময় বন্ধনে আবদ্ধ থাকবে এবং বিশ্বাসের মধ্যদিয়ে একে অপরের ভাই হয়ে থাকবে।”

তিনি বলেন, "একসাথে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব এই অঞ্চলকে নিরাপত্তা ও স্থিতিশীলতা দিতে পারে। এজন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়