শিরোনাম
◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহু ইসরাইলি টার্গেট ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালে: ইরান

ইরানের ধৈর্য পরীক্ষা করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইলের বহু সংখ্যক টার্গেট যে ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে তা যেন তেল আবিব জেনে রাখে।

তিনি গতকাল রাজধানী তেহরানে ‘আল-আকসা তুফা; নাসরুল্লাহর শুরু’ শীর্ষক এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। আরাকচি বলেন, গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামাস যে ঐতিহাসিক অভিযান চালিয়েছিল তা নিঃসন্দেহে দখলদার ইসরাইলকে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন করে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইহুদিবাদী সরকারকে জানাতে চাই, তারা যেন ইরানের ধৈর্য পরীক্ষা না করে। ইরানের বিরুদ্ধে যেকোনো হামলায় আমরা অতীতের চেয়েও শক্তিশালী জবাব দেব।”

গত ১ অক্টোবর মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের কয়েকটি সামরিক ও নিরাপত্তা ঘাঁটি লক্ষ্য করে শত শত সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় এসব ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়; যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করেনি তেল আবিব। ওই হামলার পর দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দেয়।

এ সম্পর্কে আরাকচি আরো বলেন, “আমরা ইসরাইলের প্রতিটি নড়াচড়া ঘনিষ্ঠ ও নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ইসরাইলকে পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা কিংবা তাড়াহুড়ো করব না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলিরা আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি নিজেদের চোখে দেখেছে। এর পরবর্তী হামলা হবে আগের চেয়েও ভয়ঙ্কর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়