শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ০২:৩৬ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ ফ্লাইট বাতিল ইরানের সব বিমানবন্দরে, কারণ কী

ইরানের সব বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ অক্টোবর) রাত ৯টা থেকে সোমবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত দেশটির সব বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ থাকবে বলে জানা গেছে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফ্লাইট বাতিলের এ খবর দেয়। 

 ওই মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, ‘পরিচালনাগত সীমাবদ্ধতার’ কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি প্রতিবেদনে। 
 
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরাইলের বিরুদ্ধে ইরানের ‘প্রতিশোধমূলক’ ক্ষেপণাস্ত্র হামলার পর সম্ভাব্য ইসরাইলি হামলার আশঙ্কার মধ্যেই ফ্লাইট বাতিলের এই ঘটনা ঘটল।
 
এদিকে, ইসরাইলের সম্ভাব্য যেকোনো হামলার জবাব দিতে ‘সম্পূর্ণ প্রস্তুতি’ নিয়ে রেখেছে ইরান। ইরানের তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ইসরাইল যদি গত সপ্তাহে চালানো হামলার প্রতিশোধ নিতে কোনো হামলা চালায় তাহলে তার জবাব দেবে ইরান। এ জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সহায়তা পাওয়ার চেষ্টা করছে দখলদার ইসরাইল। আলাদা প্রতিবেদনে সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে, সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
 
অর্থাৎ, ইরান আবারও মিসাইল ছুড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখেই তারা হামলার ছক কষছে। হারেৎজ আরও জানিয়েছে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজায় বর্বরতার মাত্রা বাড়িয়েছে ইসরাইলি সেনারা।
 
প্রসঙ্গত, তেহরানের মিত্র গ্রুপের কয়েকজন নেতা ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর, গত মঙ্গলবার ইসরাইলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি।

ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি’র শীর্ষ জেনারেল আব্বাস নীলফরউশান বৈরুতে নিহত হওয়ার পর, মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান; যা চলতি বছর ইসরাইলে ইরানের দ্বিতীয় সরাসরি হামলা।

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার ঘটনাও ইসরাইলে ইরানের এ হামলার অন্যতম বড় কারণ বলে মনে করা হয়। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়