শিরোনাম
◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বছরের শেষ সূর্যগ্রহণ , বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আজ বুধবার (২ অক্টোবর)। স্পেস ডটকমের তথ্য বলছে, সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে। এর ফলে সূর্যের আলো ঢেকে যাবে এবং তৈরি হবে ‘রিং অব ফায়ার’।

‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণের থেকে আলাদা, যেখানে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়।

 সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ‘রিং অব ফায়ার’ গ্রহণ ঘটবে ভারতীয় সময় রাত সোয়া ১২টায়। রাতের বেলা হওয়ায় ভারত, বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো থেকে তা দেখা যাবে না। 
 
এই সূর্যগ্রহণ বুধবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে (ভারতীয় সময়) শুরু হবে এবং পরের দিন অর্থাৎ দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে শেষ হবে।
 
এর আগে এনডিটিভি জানিয়েছিল, বিরল এই সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনাজুড়ে দৃশ্যমান হবে। আর হিন্দুস্তান টাইমস বলছে, আংশিক সূর্যগ্রহণ, যেখানে সূর্য একটি অর্ধচন্দ্রাকার হিসেবে প্রদর্শিত হবে; ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং হাওয়াইয়ের মতো বিভিন্ন স্থান থেকে তা দৃশ্যমান হবে। 

প্রতিবেদন মতে, পরের বছর মার্চ এবং সেপ্টেম্বরে দুটি আংশিক সূর্যগ্রহণ হবে, তার পরের পূর্ণ সূর্যগ্রহণটি ২০২৬ সালের আগ পর্যন্ত ঘটবে না এবং গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের উত্তর প্রান্ত অতিক্রম করবে। 
 
পরবর্তী আংশিক সূর্যগ্রহণটি ঘটবে ২০২৫ সালের ২৯ মার্চ। এটি উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্র, পূর্ব কানাডা, গ্রিনল্যান্ড, ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর রাশিয়ার কিছু অংশে দৃশ্যমান হবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
 
বিজ্ঞানীদের মতে, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে, তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না, যাকে সূর্যগ্রহণ বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়