শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিচ্ছেন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৪৬ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ভয়াবহ হামলায় দিশেহারা ইসরাইল, ভারতের সতর্কতা জারি!

মঙ্গলবার গভীর রাতে ইসরাইলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ভাইরাল হওয়া হামলার ভিডিওগুলোতে তেল আবিব এবং ইসরাইলের অন্যান্য এলাকায় ‘বৃষ্টির মতো’ ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে। এদিকে, হামলার পর ভারত সরকার ইসরাইলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসরাইলে আক্রমণ করার জন্য প্রথমবারের মতো ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছে এবং ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 

 ইসরাইলি সেনাবাহিনীর মতে, ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলজুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। হামলার সময় বেজে ওঠে সাইরেন, বাসিন্দাদের বলা হয় নিরাপদে আশ্রয় নিতে। হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানী তেল আবিবেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান থেকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এই হামলার পর ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ‘সম্পূর্ণ হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। 
 
এদিকে, ইরানের হামলার পর ভারত ইসরাইলে বসবাসকারী ভারতীয়দের জন্য একটি পরামর্শ জারি করেছে। এতে ইসরাইলে বসবাসরত ভারতীয়দের সতর্ক থাকতে এবং সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। এছাড়াও, লোকজনকে নিরাপদ স্থানে থাকতে এবং ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। 
 
অন্যদিকে, ইসরাইলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু প্রশাসনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন। ইসরাইলকে পূর্ণ সমর্থন দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।  সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়