শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিচ্ছেন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:০২ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে কাজ করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইসরায়েলের আছে বিশাল এক ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে সবশেষ মঙ্গলবার রাতে এটি কার্যকর করা হয়।

এ প্রতিরক্ষা ব্যবস্থায় আছে নানা স্তর। এ ব্যবস্থার বিভিন্ন অংশ বিভিন্ন হুমকি মোকাবিলায় কাজ করে।  ইসরায়েলের সবচেয়ে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অংশের নাম আয়রন ডোম। স্বল্প পাল্লার রকেট রুখে দিতে এটি কাজ করে। গত কয়েক বছর ধরে হামাস ও হিজবুল্লাহর ছোড়া রকেট আটকে দেওয়ার ক্ষেত্রে এ ব্যবস্থা কাজ করছে।

বড় ধরনের হুমকির ক্ষেত্র ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যান্য অংশের আশ্রয় নেয়। ডেভিড’স স্লিং ব্যবহৃত হয় মাঝারি পাল্লার রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রুখে দিতে।
 
আর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ইসরায়েল ব্যবহার করে অ্যারো ২ ও অ্যারো ৩ ইন্টারসেপ্টর। এদের অবস্থান পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। এ অংশ হয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে।

চলতি বছরের মাঝামাঝি ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি অংশ বা এলিমেন্ট ব্যবহার করে।  

আজ রাতের হামলায় ইসরায়েল ডেভিড’স স্লিং এবং অ্যারো ২ ও অ্যারো ৩ ইন্টারসেপ্টরের আশ্রয় নিয়ে থাকতে পারে।  
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। কিছু এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি।

গত সপ্তাহে ইসরায়েল বলেছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ৫ দশমিক ২ বিলিয়ন ডলারসহ সামরিক সহায়তার বিশাল এক নতুন প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। উৎস: বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়