মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখার উদ্যোগে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। পাশাপাশি, এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদেরও সুরক্ষা দেওয়া হবে।
আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বাইডেন বলেন, 'এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কী ভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।'
বাইডেন জানান, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আজ দিনের শুরুতে এক বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আজ মঙ্গলবার রাতে ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।
This morning, @VP and I convened our national security team to discuss Iranian plans to launch an imminent missile attack against Israel.
— President Biden (@POTUS) October 1, 2024
We discussed how the United States is prepared to help Israel defend against these attacks, and protect American personnel in the region.
আপনার মতামত লিখুন :