শিরোনাম
◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত ◈ ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট ◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও) ◈ গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছেন, ভুগছেন অবসাদে: সিএনএন-এর প্রতিবেদন ◈ বদলে গেল ট্রাস্ট ব্যাংকের নাম ◈ ২৫২ জন এসআইকে অব্যাহতি, ২০ বছর পর হলেও চাকরি ফেরত পাবেন তারা : আশরাফুল খোকন ◈ হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকালো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ◈ শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক : নজরুল ইসলাম খান ◈ যে কারণে ২৫২ এসআইকে অব্যাহতি দেয়া হল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৩৪ কেজি গাঁজাসহ, আটক ৩

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ গাড়ির চেসিস বক্সের ভিতর বিশেষ কৌশলে লুকায়িত থাকা সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ, তিনটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজার পাশে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পিকআপ গাড়ী তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, খাগড়াছড়ির মহালছড়ির মাস্টারপাড়া এলাকার মৃত মনোরঞ্জন বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া (৩৮), একই উপজেলার চট্টগ্রামপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. নুর আলম (৩৬) ও রাঙ্গামাটির নানিয়ারচরের বউ বাজার এলাকার হযরত আলীর ছেলে বাইজিদ হোসেন (২২)।

র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, 'আটককৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে খাগড়াছড়ি, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।'

তিনি আরও বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়