শিরোনাম
◈ প্রবাসী সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সমন্বয়ক হাসনাত ◈ জীবন দিতে প্রস্তুত আছি, ফ্যাসিস্টদের উত্থান সহ্য করা হবে না: বিক্ষোভ কর্মসূচিতে সারজিস ◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ◈ আজারবাইজানকে "ভাল বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ◈ এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শান্তরা ◈ কোটি টাকার স্পন্সর পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ◈ এ সপ্তাহেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম (ভিডিও) ◈ সুখবর: প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, আছে শর্ত ◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’, ইসরায়েলকে মোকাবিলা করতে মুসলিমদের আহ্বান খামেনির

বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ইসরায়েলের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি লেবাননের মানুষদের পাশে থাকারও আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এ দাবির পর এই প্রথম কথা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে বলছি, লেবাননের মানুষের পাশে দাঁড়ান। তারা যেটা করেছে সেটার জন্য আপনারা গর্বিত হিজবুল্লাহর পাশে থাকুন। দুষ্ট শাসকের (ইসরায়েল) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিজবুল্লাহকে সহায়তা করুন।’

ইরানের রাষ্ট্রীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে খামেনির বক্তব্য। এতে তিনি বলেন, ‘এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের শক্তি দ্বারা, যেখানে হিজবুল্লাহ নেতৃত্বে থাকবে।’

লেবাননে চলমান ইসরায়েলি হামলা নিয়ে এই নেতা বলেন, ‘লেবাননে অসহায় জনগণের ওপর এই গণহত্যা আবারও সবার সামনে ইহুদিবাদী উন্মত্ত কুকুরের হিংস্রতা প্রকাশ করেছে। দখলকারী শাসকগোষ্ঠীর নেতাদের অদূরদর্শী ও মূর্খ নীতির প্রমাণ দিয়েছে এই হামলা।’
   
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করার পর নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনিকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়