শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন!

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’, ইসরায়েলকে মোকাবিলা করতে মুসলিমদের আহ্বান খামেনির

বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ইসরায়েলের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি লেবাননের মানুষদের পাশে থাকারও আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এ দাবির পর এই প্রথম কথা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে বলছি, লেবাননের মানুষের পাশে দাঁড়ান। তারা যেটা করেছে সেটার জন্য আপনারা গর্বিত হিজবুল্লাহর পাশে থাকুন। দুষ্ট শাসকের (ইসরায়েল) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিজবুল্লাহকে সহায়তা করুন।’

ইরানের রাষ্ট্রীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে খামেনির বক্তব্য। এতে তিনি বলেন, ‘এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের শক্তি দ্বারা, যেখানে হিজবুল্লাহ নেতৃত্বে থাকবে।’

লেবাননে চলমান ইসরায়েলি হামলা নিয়ে এই নেতা বলেন, ‘লেবাননে অসহায় জনগণের ওপর এই গণহত্যা আবারও সবার সামনে ইহুদিবাদী উন্মত্ত কুকুরের হিংস্রতা প্রকাশ করেছে। দখলকারী শাসকগোষ্ঠীর নেতাদের অদূরদর্শী ও মূর্খ নীতির প্রমাণ দিয়েছে এই হামলা।’
   
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করার পর নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনিকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়