শিরোনাম
◈ কাতার বাংলাদেশ বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় কত দাম বাংলাদেশের ইলিশের?

হিন্দুস্তান টাইমস: অবশেষে পূজার আগে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছে ইলিশ মাছ। বাংলাদেশ থেকে ট্রাকে করে প্রায় ১৭২টি পেটিবোঝাই বাংলাদেশের ইলিশ গেছে। আরো কয়েকটি ট্রাকে করে যাচ্ছে ইলিশ। প্রায় ২৫ থেকে ৩০ টন ইলিশ যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।

মোটামুটি সবদিক ঠিক থাকলে শুক্রবার সকাল থেকেই কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ মিলতে পারে। একে তো অবিরাম বৃষ্টি। অনেকেই বাড়িতে খিচুড়ি রান্না করছেন। এবার তার সাথে যুক্ত হবে বাংলাদেশের ইলিশ।

আর এই পদ্মার ইলিশের স্বাদ পাওয়ার জন্য বছরভর অপেক্ষা করেন অনেকে। দাম বেশি হলেও বছরের এক-দুদিন এই ইলিশ মাছ খাওয়ার জন্য অনেকেরই মন চায়। তবে এবার অপেক্ষার অবসান। পূজার আগেই চলে এসেছে বাংলাদেশের ইলিশ।

এদিকে গত ২১শে সেপ্টম্বরই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানির ব্যাপারে অনুমতি দেয়া হলো। তারপর থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। এদিকে পশ্চিমবঙ্গের আমদানিকারক, মাছ ব্যবসায়ীরাও এই বাংলাদেশের ইলিশের জন্য অপেক্ষা করেন। বাংলাদেশ ছাড়পত্র দেয়ায় খুশি তারাও।

এবার প্রশ্ন কত টাকায় বিক্রি হবে বাংলাদেশের এই ইলিশ?

তবে খুব শিগগিরই বাংলাদেশের ইলিশ কলকাতা, হাওড়াসহ রাজ্যের নির্দিষ্ট কয়েকটি বাজারে পৌঁছে যাবে। এরপর সেখান থেকে ইলিশ চলে যাবে রাজ্যের অন্যান্য বাজারে। হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা ও শিলিগুড়ি এই চারটি বাজারে আপাতত যাচ্ছে বাংলাদেশের ইলিশ। তবে জায়গা ভেদে দামের কিছুটা হেরফের হতে পারে।

মনে করা হচ্ছে দাম ১২০০-১৪০০ রুপির মধ্যেই হতে পারে। তবে যে ইলিশগুলো এসেছে তার বেশিভাগই এক কেজির বেশি। সেক্ষেত্রে স্বাদে-গন্ধেও হবে অতুলনীয়। এবার শুধু বাজার থেকে কিনে নিয়ে গিয়ে রান্না করার পালা বাংলাদেশের ইলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়