শিরোনাম
◈ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা ◈ দুই গোলে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদ হারালো বরুশিয়া ডর্টমুন্ডকে ◈ শ্রীলঙ্কার কাছে হেরে ইমার্জিং এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় ◈ মেসির শরীরে লাগানো ক্যামেরায় খেলা লাইভস্ট্রিম হবে! ◈ আইজিপির কাছে পাঠানো হয়েছে হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা : চিফ প্রসিকিউটর ◈ সাগরে ঘূর্ণিঝড়, দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত ◈ সরকারি কাজের গতি বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা ◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৭ মিনিটে শূন্যে হেঁটে এশিয়া থেকে ইউরোপে !

জান রুজ, একজন এস্তোনিয়ান স্ল্যাকলাইনার।  শূন্যে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়েছেন তিনি ! অবাক লাগলেও ঘটনাটা সত্যি। গত ১৫ জুলাই  তুরস্কের শহর ইস্তানবুলের বসফোরাস সেতুতে  উপর প্রসারিত একটি দড়িতে চড়ে মহাদেশ অতিক্রম করে ইতিহাস রচনা করেছেন জান রুজ।

বসফরাস প্রণালীর ১৬৫ মিটার উপরে দড়ি বেঁধে ১,০৭৪ মিটার দূরত্ব অতিক্রম করেন জান। সেই দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়েছে অনেকেরই। তুরস্ক এমন একটি দেশ যা প্রধানত পশ্চিম এশিয়ায় অবস্থিত হলেও এর একটি ছোট অংশ দক্ষিণ-পূর্ব ইউরোপে রয়েছে। সেই সীমান্ত এলাকাতেই আকাশে দড়ি বেঁধে খেল দেখান জান। এশিয়ার দিক থেকে সন্ধ্যা ছ’টা থেকে দড়ির উপর হাঁটতে শুরু করেন তিনি।

ইউরোপের দিকে যেতে সময় লাগে ৪৭ মিনিট। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে তারের ওপর হার্নেস লাগিয়ে এই অসম্ভব কাজটা সম্ভব করেছেন তিনি। তার অভিজ্ঞতা জানাতে গিয়ে রুজ বলেন, শুধুমাত্র সামনের দিকে তার প্রতিটি পদক্ষেপের ওপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটি তিনি স্বাধন করেছেন।

১ হাজার ৭৪ মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সঙ্কুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, নিচে থেকে আসা গাড়ির আওয়াজ হাঁটার সময় প্রতিকূলতার সৃষ্টি করেছিল ঠিকই তবে তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেতুটি পার করেছেন। উপর থেকে তুরস্কের পুরোনো শহরগুলোর সঙ্গে ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন বলেও জানান রুজ।

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিওটি দেখে মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকদের অনেকেই জানের এই অসমান্য কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই কীর্তিটি তুরস্কের পরিবহন ও অবকাঠামো   এবং মহাসড়ক মন্ত্রক দ্বারা সমর্থিত ছিল।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়