শিরোনাম
◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১১ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজিত হলে এটাই শেষ নির্বাচন : ট্রাম্প

৫ নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে আর প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন না ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক এই প্রেসিডেন্ট। সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে পরাজিত হলে ২০২৮ সালে প্রার্থী হিসেবে আবারও দাঁড়ানোর কথা বিবেচনা করছেন কিনা। এর উত্তরে ট্রাম্প বলেছেন, ‘না, আর বোধহয় লড়ব না। মনে হয়, এবারই শেষ। (এবার হারলে) আরেকবার (প্রতিদ্বন্দ্বিতা করার) কোনও সম্ভাবনা দেখি না।’

৭৮ বছর বয়সী ট্রাম্প এই দিয়ে টানা তিনবার রিপাবলিকান প্রার্থী হয়েছেন।

তবে এরপরই তিনি বলেছেন, ‘আশা করি, (নির্বাচনে) আমরা যথেষ্ট সফলতা পাবো।’

মার্কিন আইন অনুযায়ী একজন নাগরিক দু’বারের বেশি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। তাই, এবার জয়লাভ করলেও ২০২৮ সালে নির্বাচনী লড়াইয়ে থাকবেন না ট্রাম্প।

অবশ্য মার্কিন এই ধনকুবেরকে নির্বাচনে পরাজিত হওয়া নিয়ে এর আগে প্রায় কথাই বলতে দেখা যায়নি। বরং জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সমর্থকদের উজ্জীবিত করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিজয়ের নিশ্চয়তা দেওয়া ছিল তার প্রধান বৈশিষ্ট্য। কিন্তু শেষ চারদিনে দ্বিতীয়বারের মতো পরাজয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল কর্তৃক আয়োজিত এক সভায় সম্ভাব্য পরাজয় নিয়ে কথা বলেছেন তিনি। তার মতে, এমন কিছু হলে (নির্বাচনে পরাজয়) ইহুদি ভোটারদের তাতে আংশিক ‘দায়’ থাকবে। 

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওই সভায় তিনি বলেছেন, ‘আমি হারলে তার অর্থ কী (ভোটাররা) বুঝতে পারছেন না? সেক্ষেত্রে, ইহুদি ভোটারদেরও কিছু দায় থাকবে। কারণ আমার দিকে ৪০ শতাংশ সমর্থনের মানে হচ্ছে, ৬০ শতাংশ মানুষ শত্রুকে ভোট দেবেন।’

সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ডেমোক্র্যাট শিবির ও নির্দলীয় মার্কিন ইহুদি সমিতি।

ট্রাম্প যখন তার পরাজয়ের সম্ভাব্যতা স্বীকার করছেন, তখন বিভিন্ন জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন। এনবিসি নিউজ, সিবিএস নিউজ, রয়টার্স/ইপসোসসহ অন্যান্য জরিপের ফল দেখে ধারণা করা হচ্ছে, আসন্ন মার্কিন নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়