শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারে জ্যান্ত ইঁদুর, জরুরি অবতরণ ফ্লাইটের

মাঝ আকাশে এক ইঁদুরকে কেন্দ্র করে লংকা কাণ্ড ঘটে গেছে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইটে। এক যাত্রী খাবারের বক্স খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে এক জ্যান্ত ইঁদুর। পরে ইঁদুর সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি এড়াতে জরুরি অবতরণ করতে হয়েছে ফ্লাইটিকে। বুধবার এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছে এয়ারলাইন্সটি।

নরওয়ের রাজধানী অসলো থেকে স্পেনের মালাগায় যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। পরে উড়োজাহাজটি ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইন্সের মুখপাত্র অয়েস্টেইন শ্মিট জানিয়েছেন, ইঁদুরটি প্লেনে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, এমন আশঙ্কা থেকে জরুরি অবতরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে মালাগায় পাঠানো হয়। 

এয়ারলাইন্সগুলো সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী ওঠানোর অনুমতি দেয় না। কারণ, এ ধরনের প্রাণী উড়োজাহাজের যেকোনো তার চিবিয়ে কেটে ফেলতে পারে, যা বড় বিপদ ডেকে আনতে পারে।

ফ্লাইটের যাত্রী জার্ল বোরস্ট্যাড বিবিসি নিউজ চ্যানেলকে বলেন, তার পাশে বসা এক নারী যাত্রীর খাবারের বাক্স খোলার সময় সেটির ভেতর থেকে ওই ইঁদুর বেরিয়ে আসে। ঘটনাটি খুব ঠান্ডা মাথায় সামলানো হয়েছিল এবং তেমন কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। তবে ফ্লাইটটি ডাইভার্ট করায় গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘণ্টা বেশি সময় লেগেছে।

এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো জ্যান্ত প্রাণীর কারণে ভ্রমণ বিঘ্নিত হলো। এর আগে দক্ষিণ ইংল্যান্ডে একটি ট্রেনের ক্যারিজে দুটি কাঠবিড়ালি ঢুকে পড়ায় ওই ট্রেনের যাত্রা মাঝপথে থামাতে হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়