শিরোনাম

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২৭ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি ও রোহিঙ্গারা ঝাড়খন্ডের বড় সমস্যা বললেন মোদি

রাশিদ রিয়াজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেছেন, ঝাড়খন্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সমর্থন নিয়ে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশি ও রোহিঙ্গারা। এটিই বর্তমানে ঝাড়খন্ডের জন্য সবচেয়ে বড় সমস্যা। 

রোববার ঝাড়খন্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে নরেন্দ্র মোদি এসব কথা বলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

নরেন্দ্র মোদি বলেন, ‘সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে। অঞ্চলটি দখল হয়ে গেছে। অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতের বিভিন্ন পদ দখলে নিয়েছে। অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খন্ডের প্রত্যেকে অনিরাপত্তায় ভুগছেন।’

মোদির অভিযোগ- জেএমএম বাংলাদেশি ও রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে। অনুপ্রবেশকারী ও চরমপন্থিরা জেএমএম দখল করে নিচ্ছে। এটা ঘটছে; কারণ, জেএমএমের ওপর কংগ্রেসভূত ভর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়