শিরোনাম
◈ শেখ হাসিনার ‘স্পষ্ট অবস্থান’ জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ◈ রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত ◈ ভারত এখন গুপ্তঘাতক ক্লাবের অংশ: গার্ডিয়ান বিশ্লেষণ ◈ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় সোহেল তাজ বললেন, নিয়তির কি নির্মম পরিহাস ◈ ১৯৮ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ ময়মনসিংহ ও মৌলভীবাজারে ◈ যে কারণে সাকিবের সঙ্গে তুলনা চান না মিরাজ ◈ ঘূর্ণিঝড় ‘দানা’ কতটুকু তাণ্ডব চালাতে পারে বাংলাদেশে  ◈ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি : তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মহাখালীতে তীব্র যানজট ◈ সচিবালয়ে ঢুকে পড়া ২৮ জনকে মুচলেকায় মুক্তি, ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা (ভিডিও) ◈ সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৩ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি পদত্যাগ করতে রাজি আছি: মমতা বন্দোপাধ্যায়

মমতা বন্দোপাধ্যায়

আরমান হোসেন : ভারতের পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে চেয়েও পারেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পরে রাজ্যের সচিবালয় কলকাতার নবান্নে সংবাদ সম্মেলনে তিনি জানান, পদত্যাগ করতে রাজি আছেন। আর আন্দোলনকারীরা বিচার চান না, ক্ষমতা চান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আরজি করকাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে পরপর দুই দিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। তবে চিকিৎসকরা শর্ত দিয়েছিলেন। তারা চেয়েছিলেন, এই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। আর নিজেদের মধ্য থেকে ৩০ জন প্রতিনিধি নবান্নে যেতে চেয়েছিলেন।তবে এই দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য সরকার।

আজও বৈঠক করতে না পেরে সংবাদ সম্মেলনে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু তারা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’

বৈঠক না হওয়ায় নবান্নের সামনে অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল। দু-তিন জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। ডাক্তারদের অনুরোধ করছি, কাজে ফিরুন।’

নবান্নের বৈঠক থেকে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সময় পেরিয়ে গিয়েছে। আমি যত দূর জানি, সুপ্রিম কোর্ট বলেছেন, রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবেন না, কিন্তু আমি কিছু করব না। বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। ইতোমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। সাত লাখ মানুষ বঞ্চিত হয়েছেন।’

মমতা জানিয়েছেন, এরপরও যদি জুনিয়র চিকিৎসকরা বৈঠক করতে চান, তবে মুখ্যসচিব এবং নবান্নের অন্যান্য কর্মকর্তারা যেন বৈঠক করেন ও তাদের বক্তব্য শোনেন। তবে তিনি আপাতত এ আলোচনায় থাকছেন না বলে জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়