শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের কারাগারে জায়গা না থাকায় ছেড়ে দেয়া হয়েছে ১৭৫০ জন বন্দিকে

ইংল্যান্ডের কারাগারগুলোতে  বন্দিদের জায়গা সংকুলান না হওয়ায় ১৭৫০ জন বন্দিকে জেল থেকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলসের জেল  থেকে ১৭৫০ জন বন্দিকে ছেড়ে দেয়ার তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র দফতর।  মুক্তি পাওয়া আসামিদের সকলের সাজাই ছিল পাঁচ বছরের কম মেয়াদে। 

গত সপ্তাহের পরিসংখ্যান মতে বৃটেনের সর্বশেষ বন্দির সংখ্যা ছিল ৮৮,৫২১ জন, যা ছিল বৃটেনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক জেল কয়েদি। লেবার সরকার ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিলো যে কিছু বন্দিদের মুক্তি দেয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ ছেড়ে দেয়া হয়েছে ১৭৫০ জনকে।

গত সপ্তাহে, বিবিসির একজন সাংবাদিক ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে বন্দিদের অধিক সংখ্যক ভিড় ও তাঁদের নিম্নতর জীবন মান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন, প্রতিবেদনে দেখা যায় অতিরিক্ত ভিড়ের কারণে জেলগুলোতে মারাত্মক শারীরিক ও মানসিক সমস্যায় পতিত হচ্ছেন বন্দিরা।  

অনেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। নানা বিশৃখলার মধ্যে জীবন কাটানো বন্দিরা হিংস্র আচরণ করেছেন কারা রক্ষীদের সাথেও।   বাসস্থান পরিবেশ জরাজীর্ণ ও স্বাস্থ্যসম্মত নয়। এ প্রতিবেদন প্রকাশের পর এটিকেও আমলে নেয় সরকার, যার ফলশ্রুতিতে আজ মুক্তি দেয়া হয় দেড় হাজারের উপর বন্দিকে।

দ্য ক্লিঙ্কের প্রধান নির্বাহী ইভন থমাস, একটি দাতব্য সংস্থা যার কাজের জন্য অপরাধীদের প্রশিক্ষণের দীর্ঘ ইতিহাস রয়েছে, সতর্ক করে দিয়েছিলেন যে কারাগার ছেড়ে যাওয়া লোকেরা তাদের পুনরায় অপরাধ করার ঝুঁকি কমানোর জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত সূচনা পেয়েছে।

“ঘোষণাটির পর থেকে গত চার থেকে ছয় সপ্তাহ বেশ চ্যালেঞ্জিং ছিল,” তিনি বলেছিলেন।

“নক-অন প্রভাব হল যে পুনর্বাসন সঠিকভাবে পরিকল্পনা করা না হলে, পুনর্বাসন ব্যর্থ হয়। কারাগারে প্রত্যাহার করা যাচ্ছে এবং পুরো জিনিসটি সত্যিই অকার্যকর হয়ে পড়েছে।

“এই রিলিজগুলি চ্যালেঞ্জিং হতে চলেছে এবং আমাদের উপর আরও চাপ সৃষ্টি করবে।”

মিসেস থমাস বলেছিলেন যে দাতব্য সংস্থার বন্দী প্রশিক্ষণার্থীদের এক পঞ্চমাংশ পর্যন্ত তাড়াতাড়ি মুক্তি পেতে পারে। এর অর্থ হল তারা তাদের প্রথম চাকরিতে অবতরণের জন্য গুরুত্বপূর্ণ শিল্প-স্বীকৃত যোগ্যতা শেষ না করেই জেল ছেড়ে যাবে।

“ছেলেরা এবং মেয়েরা অস্থির এবং তারা জানে না কি হতে চলেছে,” মিসেস থমাস বলেছিলেন।

“মানুষকে কাজের যোগ্যতা নিয়ে জেল ত্যাগ করতে হবে – পুনর্বাসনের পুরো ভিত্তি নিয়োগযোগ্যতার মধ্যে নিহিত থাকতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়