শিরোনাম
◈ এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ সিরিয়ার ক্ষমত্যাচ্যুত প্রেসিডেন্ট আসাদ? ◈ দেশে দেশে স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বা নৈরাজ্য সৃষ্টি‌ই আমেরিকার পরিকল্পনা ◈ অর্থ আত্মসাতের অভিযোগ: যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৯ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গরুর গোশত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের হরিয়ানা রাজ্যে গরুর গোশত খাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরও দুজনকে হেফাজতে নিয়েছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গ্রেপ্তার পাঁচজন হলেন অভিষেক, মোহিত, রভিন্দর, কলমজিৎ ও সাহিল। হরিয়ানার চরখি দদরি থেকে তাদের গ্রেপ্তার ও আরও দুজনকে হেফাজতে নেয় পুলিশ।

এর আগে গত ২৭ আগস্ট সাবির মালিক নামের এক শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়। সাবির বিহার থেকে হরিয়ানায় থেকে পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহের কাজ করতেন।

২৭ আগস্ট তাকে ও আরেকজন শ্রমিকে গরুর গোশত খাওয়ার অভিযোগে পেটানো হয়। এর মধ্যে সাবির মারা গেছে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

হরিয়ানার পুলিশ কর্মকর্তা ভারত ভূষণ বলেন, ’২৭ তারিখ কয়েকজন মানুষ পুলিশকে জানায়, বস্তিতে গরুর গোশত রান্না করা হয়েছে। পরে পুলিশ গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়।  যদিও পরে দুই শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে কয়েকজন।’

তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধেম ব্যবস্থা নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়