শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর ধসে পড়ল পাহাড় !

রাশিদ রিয়াজঃ ভূমিধসে গুঁড়িয়ে গেছে ভারতের সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। মঙ্গলবার (২০ আগস্ট) ভূমিধসের এ ঘটনা ঘটে। এর জেরে পাহাড়লাগোয়া ন্যাশনাল হাই়ড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ-৫ বাঁধটি ভেঙে গেছে বলে জানা যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি বেশ কয়েকবার ধস নেমেছে। ফলে ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী এই কেন্দ্রটি নিয়ে আশঙ্কা বাড়ছিল। পর পর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আগেই সেখান থেকে কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। 

মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রটির ওপর। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার স্টেজ-৫ বাঁধটি। 

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাহাড় ধসের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। স্থানীয়রাই সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। পাহাড়ের বিশাল অংশ হুড়মুড়িয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর আছড়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
 
উল্লেখ্য, ২০২৩ সালে সিকিমে লোনাকে হিমবাহসৃষ্ট হ্রদ ফেটে যে দুর্যোগ নেমে এসেছিল, সেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল তিস্তার এই বাঁধটি। তারপর থেকেই বাঁধটি অচল অবস্থাতেই পড়ে রয়েছে। তবে জলবিদ্যুৎ কেন্দ্রটি সচল রয়েছে। 

গত কয়েক দিনে বারবার ধস নামায় কর্মীদের নিরাপত্তার জন্য আগেই সরিয়ে দেয়া হয়েছিল। ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়