শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাম্বিয়ায় পলাতক স্বৈরশাসকের সহযোগী সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাশিদ রিয়াজঃ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার সেনাবাহিনী গতকাল শনিবার জানিয়েছে, তারা দেশটির সাবেক একজন ব্রিগেডিয়ার জেনারেলকে গ্রেপ্তার করেছে। সাবেক এই পদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাম্বিয়ার সাবেক স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর আমলে চালু থাকা ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন।

সাবেক এই সেনা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলি। ‘জঙ্গলার্স’ নামে এক প্যারামিলিটারি ইউনিটের সঙ্গে সম্পৃক্ততা ছিল তাঁর। এই ইউনিটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো।

এক বিবৃতিতে গাম্বিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত শুক্রবার মধ্যরাতে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলি রাজধানী বানজুলের কাছে উনদুম ব্যারাকে জিএএফ সামরিক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বানজুলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলির বাসভবনের চারপাশে নজরদারি অভিযান চালায় গোয়েন্দারা। এখন তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে বোরা কোলি সামরিক পুলিশকে সহায়তা করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইয়াহিয়া জামেহ ২২ বছর গাম্বিয়া শাসন করেছেন। ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি বিরোধী নেতা আদামা বোরোর কাছে হেরে যান। তবে ক্ষমতা ছাড়তে গরিমসি করেছিলেন।

পরের বছরের জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে নিরক্ষীয় গিনিতে চলে যান ইয়াহিয়া। সেখান থেকে ক্ষমতা ছাড়েন এ নেতা। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়