শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাম্বিয়ায় পলাতক স্বৈরশাসকের সহযোগী সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাশিদ রিয়াজঃ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার সেনাবাহিনী গতকাল শনিবার জানিয়েছে, তারা দেশটির সাবেক একজন ব্রিগেডিয়ার জেনারেলকে গ্রেপ্তার করেছে। সাবেক এই পদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাম্বিয়ার সাবেক স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর আমলে চালু থাকা ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন।

সাবেক এই সেনা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলি। ‘জঙ্গলার্স’ নামে এক প্যারামিলিটারি ইউনিটের সঙ্গে সম্পৃক্ততা ছিল তাঁর। এই ইউনিটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো।

এক বিবৃতিতে গাম্বিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত শুক্রবার মধ্যরাতে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলি রাজধানী বানজুলের কাছে উনদুম ব্যারাকে জিএএফ সামরিক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বানজুলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলির বাসভবনের চারপাশে নজরদারি অভিযান চালায় গোয়েন্দারা। এখন তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে বোরা কোলি সামরিক পুলিশকে সহায়তা করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইয়াহিয়া জামেহ ২২ বছর গাম্বিয়া শাসন করেছেন। ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি বিরোধী নেতা আদামা বোরোর কাছে হেরে যান। তবে ক্ষমতা ছাড়তে গরিমসি করেছিলেন।

পরের বছরের জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে নিরক্ষীয় গিনিতে চলে যান ইয়াহিয়া। সেখান থেকে ক্ষমতা ছাড়েন এ নেতা। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়