শিরোনাম

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৪, ০২:১৫ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ইস্যুতে সর্বশেষ যা জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ: [১] শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে জনগণের পাশে আছে উল্লেখ করে দেশটি বলেছে, এখন প্রতিশোধ নেওয়ার সময় নয়।

[২] বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

[৩] মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের ওপর হামলাসহ বাংলাদেশে সহিংসতার প্রতিবেদন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতার রিপোর্ট নিয়েও সমানভাবে উদ্বিগ্ন।’

[৪] তিনি আরও বলেন, ‘আমরা সব পক্ষ থেকে উত্তেজনা কমানো এবং শান্ত হওয়ার জন্য আমাদের আহ্বানের পুনরাবৃত্তি করছি। এটি প্রতিশোধ নেওয়ার সময় নয়।’

[৫] ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের জনগণের বন্ধু এবং অংশীদার হিসাবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং সকলের জন্য মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত রাখবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়