ইমরুল শাহেদ: [২] গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুইটি স্কুলে ইসরায়েলি বাহিনীর আক্রমণে ২৫ জন নিহত হয়েছে। তার মধ্যে অধিকাংশ নারী ও শিশু। ফিলিস্তিনি সরকারি সংবাদসংস্থা ও হামাসের মিডিয়া জানিয়েছে, হাসান সালেমা ও আল-নাসেরে এই আক্রমণে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সূত্র: পার্সটুডে
[৩] ইসরায়েলের সেনা এই আক্রমণের কথা স্বীকার করে নিয়ে বলেছে, ওই জায়গাগুলি সন্ত্রাসবাদীরা ব্যবহার করছিল। তাদের দাবি, দুইটি স্কুল ছিল, হামাস সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার জায়গা। এখানেই ছিল তাদের কম্যান্ড সেন্টার।
[৪] গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল চত্বরে ইসরায়েলের হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা জানিয়েছেন, আল-আকসা হাসপাতাল চত্বরে তাঁবুতে ঘরছাড়ারা আশ্রয় নিয়েছিলেন। সেখানেই আক্রমণ করেছে ইসরায়েল। এর ফলে আগুন ধরে যায়। ফিলিস্তিন স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ জন আহত হয়েছেন।
[৫] ইসরায়েলের সেনা বাহিনী আইডিএফের দাবি, একজন সন্ত্রাসীকে টার্গেট করা হয়েছিল। প্রাথমিক আক্রমণের পর সেখানে বিস্ফোরণ হয়। তা থেকে বোঝা যাচ্ছে, ওখানে বিস্ফোরক রাখা ছিল। সম্পাদনা: এম খান
একে
আপনার মতামত লিখুন :