সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলের দখলদার বাহিনী (আইওএফ) জানিয়েছে, তারা সেখানে বিমান হামলা চালিয়ে একজন হামাস কমান্ডার ও অপর আটজনকে হত্যা করেছে। সূত্র: মিডলইস্ট মনিটর
[৩] ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, তুলকারেম শহরে ইসরায়েলি বাহিনীর প্রথম হামলায় একজন হামাস কমান্ডারসহ ৫ জন নিহত হন। এরপর দ্বিতীয় হামলায় আরও চারজন নিহত হন। নিহত কমান্ডার তুলকারেম ব্রিগেডের একজন নেতা ছিলেন।
[৪] স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, তুলকারেম শহরের কাছে বালা গ্রামে একটি কারে হামলা চালালে এই চারজন নিহত হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী।
[৫] শহরটির সাবিত হাসপাতালের পরিচালক বলেন, ড্রোন হামলায় নিহত ৫ শহীদের লাশ তাদের হাসপাতালে আনা হয়েছে। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরেও হামলা-জুলুম জোরদার করেছে। এতে সেখানে অন্তত ৬০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার হয়েছেন। সম্পাদনা: রাশিদ
আর/আইএফ
আপনার মতামত লিখুন :