সাজ্জাদুল ইসলাম: [২] অধিকৃত ক্রিমিয়া উপকূলে রাশিয়ার সাবমেরিনে এ হামলা চালায় ইউক্রেনের সেনারা। এ সময় সাবমেরিনটি ক্রিমিয়ার উপকূলে নোঙর করা ছিল। ইউক্রেনের সেনাবাহিনী শনিবার কথা জানায়। সূত্র : বিবিসি
[৩] রোস্তোভ-অন-ডন নামের কিলো ক্লাস সাবমেরিনটির যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, গত শুক্রবার একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সাবমেরিনটির উপর হামলা চালানো হয়। এরপর এটি ডুবে যায়।
[৪] ইউক্রেন যে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়ার কথা বলছে সেরকম চারটি সাবমেরিন কৃষ্ণ সাগরে মোতায়েন করে রেখেছে রাশিয়া। এগুলো কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এর দাম ৩০ কোটি ডলার। সাবমেরিনের উপর এই হামলার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
[৫] ইউক্রেন ক্রিমিয়ায় রাশিয়ার একটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর তারা অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়। সম্পাদনা: রাশিদ
আর/আইএফ
আপনার মতামত লিখুন :