সাজ্জাদুল ইসলাম: [২] লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করার সময় লেবাননী উদ্বাস্তুদের একটি ট্রাক বহরের ওপর শুক্রবার রাতে ইসরায়েল হামলা চালিয়েছে। সূত্র : অ্যারাব নিউজ
[৩] হিজবুল্লাহর সঙ্গে ঘণিষ্ঠ একটি সূত্র একথা জানিয়েছে। সূত্র বার্তাসংস্থা এএফপি বলেছেন, হাউশ আল-সায়েদ আলী এলাকায় ওই হামলা চালানো হয়।
[৪] হামলায় একজন সিরীয় ট্রাক চালক আহত হয়েছেন। সীমান্ত এলাকায় দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি হল তার সর্বশেষ হামলা।
[৫] সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানায়, ইসরায়েল সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এতে হতাহত হয়েছে কিনা তা সংস্থাটি জানায়নি।
[৬] লেবানন ও সিরিয়া উভয় দেশের সীমান্তের কাছে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের দৃঢ় সমর্থক হচ্ছে হিজবুল্লাহ। সম্পাদনা: রাশিদ
আর/আইএফ
আপনার মতামত লিখুন :