শিরোনাম
◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়ার হত্যাকাণ্ডকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না: হামাস, পশ্চিম তীরে ধর্মঘট

ইসমাইল হানিয়া

সাজ্জাদুল ইসলাম: [২] হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ফিলিস্তিনি গ্রুপ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে ধর্মঘট ও গণবিক্ষোভের ডাক দিয়েছে। বুধবার(৩১জুলাই) তেহরানে নিজ বাসভবনে একজন দেহরক্ষীসহ নিহত হন হানিয়া। স্থানীয় গণমাধ্যমে এ খবর জানায়। সূত্র : আল-জাজিরা 

[৩] হামাস বলেছে, তেহরানে নিজ বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদীবাদীদের হামলায় তাদের নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। হামাস পরিচালিত আল-আকসা টিভিকে দলটির কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, এ কাপুরুষোচিত হত্যাকাণ্ডকে ‘বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না’।

আরও পড়ুন :  বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে চীনের বার্তা, রাহুলকে দেখে মনে হয় নেশা করে আছেন, মন্তব্য কঙ্গনার

[৪] পশ্চিম তীরের রামাল্লাহ, নাবলুসসহ সব শহরে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে ফিলিস্তিনের সব সংগঠন। এছাড়া  নাবলুসের আন-নাজাহ বিশ্ববিদ্যালয়ও এক বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ও শোক পালন করার কথা জানিয়েছে।

[৫] ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। তিনি তেহরানে নিজ বাসভবনে বুধবার সকালে হানিয়ার এই হত্যাকাণ্ডকে কাপুরোষিত কাজ ও বিপজ্জনক ঘটনা বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ খবর জানায়। 

[৬] এ সময় আব্বাস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়