শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়ার হত্যাকাণ্ডকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না: হামাস, পশ্চিম তীরে ধর্মঘট

ইসমাইল হানিয়া

সাজ্জাদুল ইসলাম: [২] হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ফিলিস্তিনি গ্রুপ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে ধর্মঘট ও গণবিক্ষোভের ডাক দিয়েছে। বুধবার(৩১জুলাই) তেহরানে নিজ বাসভবনে একজন দেহরক্ষীসহ নিহত হন হানিয়া। স্থানীয় গণমাধ্যমে এ খবর জানায়। সূত্র : আল-জাজিরা 

[৩] হামাস বলেছে, তেহরানে নিজ বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদীবাদীদের হামলায় তাদের নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। হামাস পরিচালিত আল-আকসা টিভিকে দলটির কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, এ কাপুরুষোচিত হত্যাকাণ্ডকে ‘বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না’।

আরও পড়ুন :  বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে চীনের বার্তা, রাহুলকে দেখে মনে হয় নেশা করে আছেন, মন্তব্য কঙ্গনার

[৪] পশ্চিম তীরের রামাল্লাহ, নাবলুসসহ সব শহরে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে ফিলিস্তিনের সব সংগঠন। এছাড়া  নাবলুসের আন-নাজাহ বিশ্ববিদ্যালয়ও এক বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ও শোক পালন করার কথা জানিয়েছে।

[৫] ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। তিনি তেহরানে নিজ বাসভবনে বুধবার সকালে হানিয়ার এই হত্যাকাণ্ডকে কাপুরোষিত কাজ ও বিপজ্জনক ঘটনা বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ খবর জানায়। 

[৬] এ সময় আব্বাস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়