সাজ্জাদুল ইসলাম: [২] তুরস্কের ইস্তাম্বুলের ইসলাম ও বৈশ্বিক বিষয়ক কেন্দ্রের পরিচালক সামি আল-আরিয়ান বলেছেন, দখলদার ইহুদী দেশটি সম্পর্কে এমন মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলকে একটি ‘সন্ত্রাসবাদী দুর্বৃত্ত’ রাষ্ট্র বলে বর্ণনা করেন। ইরানের রাজধানী তেহরানে বুধবার সকালে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর আল-আরিয়ান এসব কথা বলেছেন। সূত্র : আল-জাজিরা
[৩] তিনি আল-জাজিরাকে বলেন, ‘বিশ্বব্যাপী স্বীকৃত কোন সভ্য রাষ্ট্র এ ধরণের আচরণ করতে পারে না। এসব ঘটনার (হত্যাকাণ্ডের) যে খুবই মারাত্মক প্রতিক্রিয়া ঘটতে যাচ্ছে সে সম্পর্কে আমরা কথা বলছি।
[৪] আল-আরিয়ান বলেন, ‘এই সব ঘটনা সংঘাতের ব্যাপক বিস্তৃতি ঘটাবে। গত (মঙ্গলবার) লেবাননে যা ঘটেছে এবং বুধবার তেহরানের যা ঘটল তার ব্যাপক ও তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দেখা দেবে। ইসরায়েলই সংঘাতের এমন বিস্তার ঘটাচ্ছে।’
[৫] পরিস্থিতি সত্যিকারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই এই বেআইনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাস প্রধান ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরান যান। আর পরদিন বুধবার সকালেই তেহরানে নিজ বাসভবনে হামলায় হানিয়া নিহত হন। সম্পাদনা: রাশিদ
আর/আইএফ
আপনার মতামত লিখুন :