শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ১২:১২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়ার হত্যাকান্ডে যুদ্ধবিরতি চুক্তিকে লাইনচ্যূতির আশংকা গাজার ফিলিস্তিনিদের

সাজ্জাদুল ইসলাম: [২]  হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার আকস্মিকভাবে হত্যাকান্ডের ঘটনা ঘটল। এ ঘটনা গাজার মানুষের জন্য অত্যন্ত মর্মান্তিক ও তাৎপর্যপূর্ণ। হানিয়া কেবল হামাস প্রধানই ছিলেন না তিনি ছিলেন যুদ্ধবিরতি আলোচক দলের প্রধান। তারা আশা করেছিলেন এ আলোচনার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি অর্জিত ও ইসরায়েলের অবিরাম হামলার অবসান ঘটবে। সূত্র : আল-জাজিরা 

[৩] গাজা ও পশ্চিমতীর সহ পুরো ফিলিস্তিনি ভুখন্ডের মানুষেরা হানিয়াকে অন্যান্য  ফিলিস্তিনি নেতাদের তুলনায় হানিয়াকে মধ্যপন্থী ও বাস্তববাদী নেতা হিসেবে মনে করেন। তিনি হামাসের সামরিক বিভাগের প্রধান ছিলেন। 

[৪] গাজায় হানিয়া অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ১৯৪৮ সালে বর্তমান ইসরায়েল থেকে উচ্ছেদ করা ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলোর বংশধরদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি ছিলেন তিনি। এসব উদ্বাস্তুরা শরণার্থী শিবিরগুলোতেই বড় হয়েছেন। 

[৫] হানিয়ার মৃত্যুর খবর গাজার বাসিন্দাদের জন্য অত্যন্ত শোকাবহ ও বেদনায়ক। গাজার ফিলিস্তিনিরা বলছেন, যুদ্ধ এখন অন্য দিকে মোড় নিবে যা বর্তমানের চেয়েও খারাপ হবে। 

[৬] গাজাবাসী মনে করছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। আমাদের সামনের দিনগুলো আরও কঠিন হবে। বিশেষকরে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা আরও দুরূহ হয়ে উঠতে পারে। হামাস প্রধান হানিয়া বলেছিলেন, আমার পরিবারের ওপর হামলা যুদ্ধবিরতির আলোচনাকে প্রভাবিত করতে পারবে না। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়