সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলের চরম উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করতে এই আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা
[৩] উগ্র ইহুদী জাতীয়তাবাদী মন্ত্রী ও পার্টি-রিলিজিয়াস জায়োনিজম নামের দলের নেতা স্মতরিচ বলেন, ‘ইসরায়েলের জনগণ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ও দক্ষিণ লেবানন পুণর্দখলের জন্য প্রস্তত হয়ে আছে।’
[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হিজবুল্লাহ ধ্বংস করতে যুদ্ধ করা ছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিস্থাপনকারীদের নিরাপত্তা পুণরুদ্ধার করার আর কোন পথ খোলা নেই।’
[৫] স্মতরিচ বলেন, দক্ষিণ লেবানন দখল করার পর ইসরায়েলকে লেবাননী ভূখন্ডের অভ্যন্তরে অবশ্যই একটি নিরাপদ অঞ্চল নির্মাণ করতে হবে। সম্পাদনা: রাশিদ
আর/আইএফ
আপনার মতামত লিখুন :