সাজ্জাদুল ইসলাম: [২] লেবাননের রাজধানী বৈরুতে এবং গুরুত্বপূর্ণ অসামরিক প্রতিষ্ঠানের ওপর বড় ধরণের হামলা না চালানোর জন্য ইসরায়েলকে সম্মত করানোর কূটনৈতিক চেষ্টায় নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স
[৩] অধিকৃত গোলান মালভূমির এক দ্রুজ গ্রামে রকেট বিস্ফোরণে ১২ শিশু নিহতের ঘটনার পর হিজবুল্লাহ-ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকার মধ্যে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে। এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ৫ জন কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন।
[৪] ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং মার্কিন মদদপুষ্ট ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ুক, ওয়াশিংটন তা চায় না। গোলান মালভূমিতে গত শনিবারের খেলার মাঠের হামলার ঘটনার জন্য ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরকে দায়ী করেছে।
[৫] রয়টার্স জানায়, সংশ্লিষ্ট ওই পাঁচ ব্যক্তি হলেন মার্কিন, ইরানি, লেবাননী ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কর্মকর্তা। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিনই গোলাবিনিময় চলছে গত নয় মাস ধরে।
[৬] গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাওয়ার সংকল্পে অটল রয়েছে। সম্পাদনা: রাশিদ
আর/আইএফ
আপনার মতামত লিখুন :